শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শা থানার বুরুজবাগান এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক কারবারি রায়হানকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার গভীর রাতে আত্মগোপনে থাকা রায়হানকে বুরুজ বাগান এলাকা থেকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা ছিল। গত বছরের ২৭ সেপ্টেম্বও বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষণা হওয়ার পর থেকে রায়হান পলাতক জীবন যাপন শুরু করেন। রায়হান র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর র‌্যাবের কাছে স্বীকার করেন, গত ২০১৭ সালের ৮ মে হেরোইনসহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাকে  গ্রেফতার করেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়। উক্ত মামলায় তিনি প্রায় ৭ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রায়হান র‌্যাবকে আরো জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য নিজ এলাকা শার্শা যাদবপুর থেকে শার্শার বুরুজ বাগান এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছিল। পরে র‌্যাবের টিম বুধবার তাকে শার্শা থানায় হস্তান্তর করেন।

আরো পড়ুন

সর্বশেষ