শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মিমপ্লেক্স কোম্পানির ভেজাল কীটনাশকে ক্ষতিগ্রস্ত চাষী

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
যশোরের কেশবপুরে মিমপ্লেক্স কোম্পানির ভেজাল কীটনাশকে প্রয়োগ করায় এক হতদরিদ্র চাষীর পুকুরের সব মাছ মারা গেছে। চাষীর নাম মিজানুর রহমান। তিনি কেশবপুর উপজেলার ভালুকের গ্ৰামের বাসিন্দা।এ ছাড়াও মণিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্ৰামের কৃষক মাসুম হোসেন পেঁয়াজে মিমপ্লেক্স কোম্পানির কীটনাশক প্রয়োগ করায় তার দেড় বিঘা জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। সব হারিয়ে কৃষকরা পথে বসে গেছে। মিমপ্লেক্স কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক পতিত সরকারের দোসর এম সাইদুজ্জামানের নেতৃত্বেই ১৮ টি কোম্পানির ভেজাল কীটনাশক বাজার দখল করে রেখেছে।

সহিদুজ্জামান এসব অনৈতিক কাজ জায়েজ করতে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতির পদটি দখল করে রেখেছেন কালো টাকার বিনিময়ে। তথ্য বলছে, ৫ আগস্টের পরে আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাইদুজ্জামান।

মিমপেক্সের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগও দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

এতে বলা হয়, মিমপেক্স এগ্রো কেমক্যিাল কোম্পানিসহ একটি চক্র বালাইনাশক আইন ও আমদানি নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে। মানহীন পণ্য আমদানিতে সক্রিয় রয়েছে।

ক্যাবের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অবৈধ উৎস থেকে পণ্য আমদানি করার প্রমাণ পায় কাস্টমস। পরে কোম্পানিটিকে গত বছর ৪ লাখ টাকা জরিমানাও করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনোরকম তদন্ত কিংবা পণ্য ল্যাবে টেস্ট না করেই দায়মুক্তি দেয় কোম্পানিটিকে।

এ ছাড়া জনস্বার্থে লিগ্যাল এরা নামের একটি প্রতিষ্ঠান মিমপেক্সের ভেজাল পণ্য নিয়ে উচ্চ আদালতে একটি রিট করে। এটি আমলে নিয়ে আদালত কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, পরিবেশ মন্ত্রণালয়ের নির্লিপ্ততাকে দায়ী করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

ক্ষতিগ্রস্ত মাছচাষী মিজানুর রহমানের পিতা কেরামত আলী সানা জানান, তিনি তার পুকুরে মাছের রোগ নিরাময়ের জন্য স্থানীয় ডিলার মস্তানের কাছে যান। তিনি তাকে  মিমপ্লেক্স কীট নাশক দিয়ে পুকুরে প্রয়োগ করতে বলেন। সেই মতে পুকুরে মিমপ্লেক্স প্রয়োগের পর মাছ মরতে শুরু করেছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কয়েক লাখ টাকার মাছ মারা গিয়েছে। তিনি এব্যাপারে মৎস্য ও কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ