শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মুদি দোকান অগ্নিকান্ড, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের নীলগঞ্জ সাহাপাড়ার মুখে একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানটি ভস্মীভূত হওয়ায় প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধরনা করা হচ্ছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে সাড়ে ৫টার দিকে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা স্থানীয় একটি মুদি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের মালিক লালু জানান, নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় তিনি দীর্ঘদিন ধরে মুদি মালের ব্যবসা করে আসছেন। গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন আগুনে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তার প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। দোকান পুড়ে যাবার অবস্থা দেখে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন।

স্থানীয় রাকিব জানান, এই এলাকার সব থেকে বড় মুদি দোকান এটি। সব ধরনের মালামাল এখানে পাওয়া যেত। স্থানীয় ছোট মুদি দোকানদাররা এখান ধেকে পাইকারী মালামাল সরবারহ করত। দোকানে আগুন লাগাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মানিকুজ্জামান জানান, অগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করা যায়নি। আমাদের ধারণা শর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডের ঘঠনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

সর্বশেষ