নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার উত্তরা এলাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে যশোরে মানববন্ধন করেছে অনলাইন সামাজিক সংগঠন “যশোর কমিউনিটি”। বুধবার বিকালে প্রেসক্লাব যশোর-এর সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেয়াদোত্তীর্ণ যুদ্ধ ও যাত্রীবাহী বিমান বাতিল, বিমান প্রশিক্ষণের রুট জনবসতি থেকে দূরে স্থানান্তর এবং বিমান দুর্ঘটনা মোকাবেলায় যশোর বিমান বাহিনীর প্রস্তুতির তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানান।
বক্তারা বলেন, যশোর শহরের উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এলাকাটিতে অবস্থিত থাকায় নিরাপত্তা হুমকিতে রয়েছে।
তাঁরা অভিযোগ করেন, যশোর ঘাঁটির অধিকাংশ প্রশিক্ষণ বিমান মেয়াদোত্তীর্ণ এবং বারবার যান্ত্রিক ত্রুটির শিকার হয়। এর আগেও প্রশিক্ষণ বিমান দুর্ঘনা ঘটেছে।
মানববন্ধনে সংগঠনের সেক্রেটারি ফেরদৌস পরশ, শ্যামল কুমার সরকার, আরিফুল ইসলাম, আব্দুর রহমান, অনন্যা প্রমুখ অংশ নেন।
আয়োজকরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

