নিজস্ব প্রতিবেদক: বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে যশোরে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে টাউন হল মাঠ থেকে মোটরসাইকেলের এ শোভাযাত্রা বের হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে শোভাযাত্রাটি শহরের দড়াটানা, মনিহার, মুড়লী, পালবাড়ী ও চাঁচড়ামোড় হয়ে পূণরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সাংবাদিক সাজেদ রহমান বকুল, হারুন অর রশিদ প্রমুখ।
,

