শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি নাবিল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে মৎস্য বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সভায় তিনি বলেন, দেশে আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষীরা বিপ্লব সাধন করেছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। নিরাপদ মাছ উৎপাদন করতে হবে। যার মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে।
র‌্যালি ও আলোচনা সভায় জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গোলদারসহ যশোরের দুই শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন।#

আরো পড়ুন

সর্বশেষ