নিজস্ব প্রতিবেদক:
যশোরে যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে একটি টিম যশোর মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদরাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামায় ।
পরে বাসে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে থাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

