শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার সাইফুল ইসলাম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে। মঙ্গলবার শহরের আরএন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, যশোর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, ২০১৩ সালের ২৪ জুন ফরিদপুরের কোতয়ালি থানার ৪৭ নং মাদক মামলায় বিচার শেষে সাইফুল ইসলাম এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত বছর ১৬ নভেম্বর (১৬/১১/২০২৩) আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান করে এবং গ্রেফতারী পরোয়ানা জারি করে। র‌্যাব পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।

আরো পড়ুন

সর্বশেষ