বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দাউদ ইব্রাহিম গ্রেফতার

আরো খবর

বিশেষ প্রতিনিধি: যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

বুধবার বিকেলে চুড়ামনকাটি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দাউদ ইব্রাহিম চুড়ামনকাটি গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

 

মেজর ফজলে রাব্বি জানান,দাউদ ইব্রাহিম মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদ-প্রাপ্ত আসামি এবং একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দাউদ ইব্রাহিম তার খালার বাড়িতে আত্মগোপন করে ছিল। তাৎক্ষণিকভাবে তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ