শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যুবককে পিটিয়ে জখম

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন জুয়েল (৩৫) নামে এক যুবকে আহত হয়েছেন। তিনি শহরের শংকরপুর মুরগী ফার্ম এলাকার আলমগীর হোসেনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
আহত জুয়েল জানান,তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন।

তার সাথে দীর্ঘদিন ধরে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মিশ্র নামে এক যুবকের বিরোধ চলে আসছিলো।১৫ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে তিনি ব্যক্তিগত কাজে শংকরপুর ইসাহক সড়কে যান। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মিশ্রসহ অজ্ঞত ৬/৭ জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতের অভিযোগ, তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। ওই টাকা না দেয়ায় তার উপর হামলা করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ