শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যুবককে বেঁধে মারপিটের ঘটনায় পিতা পুত্র আটক 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ইয়ামিন মন্ডল (২৩) নামে এক যুবককে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুরে মামলাটি করেন যশোর শহরের শহিদ মশিউর রহমান খয়েরতলা,পালবাড়ীর কামরুজ্জামান লাল্টু ফকিরের স্ত্রী ম পলি বেগম।
মামলায় আসামিরা হচ্ছেন, সদর উপজেলার আরবপুরের মৃত ইসহাক গাজীর ছেলে সোহরাব হোসেন, একই এলাকার সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া ও তরিকুল ইসলাম, মৃত মনুর ছেলে মামুন, কদর মৃত মুলা মোলার ছেলে রবি ও ইউনুছ। এ ঘটনায় পুলিশ সোহরাব হোসেন ও তার ছেলে জাকারিয়াকে আটক করেছে। আসামীরা চাঁদাবাজ,মাদক সন্ত্রাসী প্রকৃতির লোক।
বুধবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ টায় বাদির ছেলে ইয়ামিন মন্ডল বাড়ি ফেরার সময় নতুন খয়েরতলা বাদির চাচা শ^শুর তৌহিদ মন্ডলের পুকুর পাড়ে পৌছালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা বাদির ছেলেকে পিলারের সাথে তার দুই হাত,দুই পা রশি দিয়ে বেধে অবৈধভাবে আটক করে রাখে মামুনের নির্দেশে সোহরাব হোসেন, জাকারিয়া ও তরিকুল ইসলাম লোহার শাবল দিয়ে খুন করার উদ্দেশ্যে তার মাথার আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
সাথে সাথে তরিকুল ইসলাম,কদও, রবি ও ইউনুচ লাঠি দিয়ে ইয়ামিন মন্ডলের সর্ব শরীরে এলোপাতাড়ীভাবে পিটিয়ে চাপা জখম করে। এ সময় তার গলা চেপে ধরে হত্যা চেষ্টা করে। ওই সময় বাদির ছেলের আর্তচিৎকারে ঘটনাস্থলে বাদিসহ তার ছেলে ইয়াসিন আরাফাতসহ অনেকে এগিয়ে আসালে আসামীরা বাদির পরিবারকেও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে বাদি স্থানীয় লোকজনের সহায়তায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে বাদির ছেলে উক্ত হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি রয়েছে এবং ঘটনার বিষয় বাদি তার পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে মামলা দায়ের করেন।

আরো পড়ুন

সর্বশেষ