সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যুব মহিলা লীগের বিক্ষোভ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিজা খাতুন, সহসভাপতি নাজমা আক্তার, প্রভাষক নাসিমা আক্তার, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ