শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের ফতেপুর গ্রামের দণিপাড়ার মৃত সালাম মোল্যার ছেলে ইসরাইল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামি নাসিমা খাতুনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলে, যশোর সদরের তেজরোল গ্রামের শরিফুল মন্ডল ও মেয়ে নাসিমা খাতুন এবং ছেলে এনামুল মন্ডল। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২৩ অক্টোবর ইসরাইল হোসেন নাসিমা খাতুনকে বিয়ে করেন । তাদের একটি কত্যা সন্তান আছে। নানা অজুহাতে অপর আসামিদের প্ররোচনায় নাসিমা খাতুন সংসারে অশান্তি শুরু করে। এরমধ্যে তার নামে জমি কিনে আলাদা বাড়ি করে দেয়ার জন্য চাপ দিতে থাকে। নাসিমার প্রস্তাবে রাজি না হওয়ায় তার নামে ব্যাংকে ১০ লাখ টাকা জমা রাখার প্রস্তাব দেয়। বিষয়টি নাসিমার পরিবারকে জানালে তার পিতা ও ভাই বাড়িতে এসে একই প্রস্তাব দিয়ে অনড় থাকে। নাসিমা ঝগড়া বিবাদ করে মেয়েকে রেখে মূল্যবান জিনিষপত্র নিয়ে পিতার বাড়ি চলে যায়। গত ১৬ সেপ্টেম্বর বিষয়টি মীমংসা জন্য বসলে আসামিরা দাবিকৃত যৌতুক ছাড়া নাসিমা সংসার করবেনা বলে জানিয়ে দেয়। মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ