নিজস্ব প্রতিবেদক:
যশোরে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর আলমাসুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যশোর এমআরএসসি’র কো-অর্ডিনেটর রবিউল ইসলাম রুবেল, যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হোসেন ,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান বিন্দু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম।
কর্মশালায় টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ বলেন, ভাগ্য বদলাতে চাইলে ট্রেনিং নিয়ে বিদেশ যেতে হবে। বিদেশ গিয়ে ভাগ্য বদলাতে চাইলে দক্ষ হয়ে বিদেশ যাওয়াই নিরাপদ। সঠিক প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা ছাড়া বিদেশ যাওয়ার কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে খালি হাতে দেশে ফিরছেন। তাই সঠিক তথ্য জেনে, দক্ষতা অর্জন করে এবং ভাষা শিখে বিদেশ যাওয়া অত্যন্ত জরুরি।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হোসেন বলেন, বিদেশ যাওয়ার আগে সঠিক সিদ্ধান্ত নেয়া জরুরি। লাভ-ক্ষতির হিসাব করে, সঠিক তথ্য সংগ্রহ করে এবং সরকারি প্রক্রিয়া মেনে বিদেশ যেতে হবে। কিন্তু অনেকেই মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করে কোনো প্রশিক্ষণ বা প্রস্ততি ছাড়াই বিদেশে যেতে চান, যা ঠিক নয়।
কর্মশালায় অংশ নিয়ে বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত মোঃ হাসান আলী ও মোছাঃ শাহনাজ পারভীন নিজ নিজ বক্তব্যে প্রবাসে তাদের সাথে ঘটে যাওয়া নির্যাতন ও প্রতারণার ঘটনা তুলে ধরার পাশাপাশি দেশে ফিরে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রত্যাশা-২ প্রকল্পের অবদান সম্পর্কে সবাইকে জানান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল। কর্মশালায় সমমনা এনজিও প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী, সম্ভাব্য অভিবাসী, প্রবাসবন্ধু ফোরামের সদস্য, স্বেচ্ছাসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ যশোরের সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাকের নানা কর্মসূচির মধ্যে মাইগ্রেশন প্রোগ্রাম অন্যতম। ২০০৬ সাল থেকে ব্র্যাকের অন্যান্য কর্মসূচির পাশাপাশি দেশের অভিবাসন প্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

