নিজস্ব প্রতিবেদক:জমির মধ্যে দিয়ে চলাচলে বাঁধা প্রদান করায় ১৫ কাটা জমির লাউ গাছ কেটে ১ লাখ ক্ষতি ও ২ বিঘা ৫ কাটা জমির ৫০ হাজার টাকা মূল্যের লাউ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার ২ আগস্ট বিকেলে মামলাটি করেন,যশোর সদর উপজেলার কোদালিয়া মুন্সীপাড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে ওমর আলী। মামলায় আসামী করেন,বাঘারপাড়া উপজেলার রায়পুর পোষ্ট অফিস ওমরপুর গ্রামের বর্তমানে সদর উপজেলার লেবুতলা বিশ্বাসপাড়ার জসিম উদ্দীনের স্ত্রী বুলিনা খাতুন, তার ছেলে সাকিব হাসান, মৃত আলতাফ মোল্লার ছেলে গৃহবধূর স্বামী জসিমউদ্দিন। পুলিশ বাপ জসিম উদ্দিন ও ছেলে সাকিব হাসানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামী বুলিনা খাতুনের স্বভাব চরিত্র ভালনা। কারনে অকারনে বিরোধ সৃষ্টি করে গালিগালাজ করে। আসামীরা মাঠের মধ্যে বাড়ি করে লোকজনের জমির উপর দিয়ে যাওয়া আসা করে রাস্তা করে ফেলে। আসামীরা বাদির জমি দিয়ে যাওয়া আসা করে পায়ে চলার পথ তৈরী করে বাদির ফসলের ক্ষতি করায় বাঁধা নিষেধ করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ২৯ জুলাই রাত ৩ টায় সদর উপজেলার লেবুতলা মৌজাস্থ বাদির ২.৫ বিঘা জমিতে রাতের অন্ধকারে অনধিকার প্রবেশ করে ১৫ কাঠা জমির লাউ গাছ কেটে ১লাখ টাকা ক্ষতি সাধন করে এবং ২ বিঘা ৫ কাটা জমির লাউ যার মূল্য অনুমান ৫০ হাজার টাকা লাউ চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি অনেকে দেখে বাদির পরিবারকে জানালে ক্ষেতে গিয়ে ঘটনাটি দেখে স্থানীয় অনেকে প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদির পরিবারকে মারপিট খুন জখম করার হুমকী দিয়েছে। ঘটনার বিষয় স্থানীয় লোকজন ও প্রত্যক্ষ করে। এ ঘটনায় মামলার হওয়ার পর পুলিশ জসিম উদ্দিন ও তান ছেলে সাকিব হাসানকে গ্রেফতার করে।

