নিজস্ব প্রতিবেদকঃ যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন চেয়ারম্যনের একটি উলঙ্গ ছবি ভাইরাল হয়েছে। শনিবার দুপুরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিটা ছড়িয়ে পড়ে মানুষের মোবাইলে। ছবিতে দেখা গেছে ইউনিয়নের চেয়ারম্যনে আলিমুজ্জাম মিলন কানে হেডফোন লাগিয়ে উলঙ্গ অবস্তায় ভিডিও কলে কথা বলছে। তবে কার সাথে কথা বলছে সেখা দেখা যায়নি। ছবিতে আরো দেখা গেছে তিনি কথা বলতে বলতে তিনি দৃষ্টিকটু কাজ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, হথাৎ আমার হোয়াটসঅ্যাপে দেখি একটা মেসেজ। মেসেজ ওপের করতেই দেখি একটি উলঙ্গ ছবি। পরে যাচায় করে দেখি ওটা লেবুতলা ইউনিয়ন চেয়ারম্যন আলিমুজ্জাম মিলনের ছবি।
তিনি আরো বলেন, কোন পরিচিত নাম্বার থেকে ওই ছবি আসেনি। একটা অপরিচিত নাম্বার থেকে ওই ছবিটা এসেছে। পরে ওই নাম্বারে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে লেবুতলা ইউনিয়নে চেয়ারম্যন আলিমুজ্জাম মিলন বলেন, আমি রাজনীতি করি মানুষ এটা শত্রুতা করে এডিট করে বানাতে পারে। তবে ছবিটা আমি দেখিনি আপনি দেখেছেন আপনি এটা বুছতে পারবেন।
তিনি আরো জানান, সামনে যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ কমিটি হবে সে কারনে আমার প্রতিপক্ষ যারা আছে হয়তো তারা এটা করতে পারে। এছাড়া শত্রুতা বসত কেউ কেউ এটা করেছে সেটা যে কেউ হতে পারে।

