শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:চলো সবাই স্কুলে যাই,বিনামূল্যে বই পাই” এই শ্লোগানকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারী যশোর জেলায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। রোববার ১ জানুয়ারী সকালে যশোর সদরের উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নতুন ক্লাসের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। সকাল থেকে স্কুল প্র্ঙ্গানে নতুন ক্লাসে পর্দাপন কোমলমতি কৃতি শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরে নতুন বই পাওয়ার আখাংকা সারিবদ্ধ ভাবে অবস্থান নেয়। কখন নতুন ক্লাসের বই হাতে পাবে এমন সময় গুনতে থাকে। এরই মাঝে সকাল সাড়ে ১০ টার পর বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈন উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ মোকাদ্দেছুর রহমান রকি। এ সময় অভিভাবক কমিটির সহ-সভাপতি মোছাঃ ফয়জুন নাহার রাত্রী, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ। বই বিতরণ উৎসবে  প্রথম শ্রেনী থেকে দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ ও প ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে যারা ১ম,২য়,৩য় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে বই উৎসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  মোঃ মঈন উদ্দীনসহ অতিথিবৃন্দ বিদ্যালয়ে উত্তীর্ণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করতে করতে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে।#

আরো পড়ুন

সর্বশেষ