নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের কিসমত রাজাপুরে নয় বছরের শিশুকে ধর্ষণ শেষে ও হত্যার অভিযোগে মা ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ।
পুলিশ নিহতের মা রোজিনা বেগম (৩৫) ও তার প্রেমিক বাঘারপাড়ার নুর জালালের ছেলে মজনুর রহমান (৪৫)।বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে,ধর্ষণের শিকার নিহত শিশু আমিনা খাতুনের বাবা মজনু খাঁ প্রবাসীতে এই সুযোগে তার মা রোজিনা বেগম বাঘারপাড়ার মজনুর রহমানের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি আমেনার দাদি মর্জিনা বেগম জেনে যান।
এক পর্যায়ে রোজিনার পরকীয়া প্রেমিক মজনুরের কুনজর পড়ে শিশু আমেনার ওপর। মজনুর গত ২৫ জুলাই শিশু আমেনাকে ধর্ষণ করে। এরপর তাকে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। বিষয়টি মা রোজিনা জানতেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতের দাদি মর্জিনা বেগম থানায় মামলা করেন। এরপর বৃহস্পতিবার রাতে রোজিনা ও মজনুরকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, অভিযুক্ত দু’জনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।

