শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আহত ২০

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায়  ৩ জন নিহত এবং আহত হয়েছে ২০ জন। বুধবার যশোর-মাগুরা মহাসড়কের কাশিপুরে, একই সড়কের কোদালিয়ায় ও  শহর তলির বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, রাত ১০ টার দিকে যশোর- মাগুরা সড়কের কাশিমপুর বাজারের পাশে দুর্ঘটনায় লালটু (৫৫) নামে একজন নিহত হয়েছে।  নিহত লালটু কাশিমপুর গ্রামের মৃত বান্দালি দফাদারের ছেলে।

নিহতের ভাইপো তরিকুল জানায়, চাচা বাজারে দোকানে  চা খাওয়া শেষ করে সাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের  ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থনীদের সহযোগীতায় তাকে যশোর জেনারেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক শুভাশিষ রায় তাকে মৃত  ঘোষনা করেন।

 

এদিকে  একই সড়কের  কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপর এক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।  নিহত বাসু কর্মকার (৪৫) ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তারা হলেন, যশোর সদর উপজেলার কোদালিয়া এলাকার বাসিন্দা ফুলমতি (৪৫), শেখহাটি এলাকার ছাবিনা বেগম (৪৪), পুলেরহাট এলাকার মাসুম (২২), বাহাদুরপুর এলাকার রিপন (৬০) ও আবু সাঈদ (৩০), তফসিডাঙ্গা এলাকার আনোয়ার (৫৫), রাজশাহী সদর উপজেলার বাসিন্দা অজয় বিশ্বাস (৪৫), মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিার্থী আল-আমিন (২৫), আরাফাত (২৩), জাকির (২৩) ও লিংকন (২২)। নিহত ও আহতরা সবাই বাসযাত্রী।

সূত্র জানায়, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-১৬৫৪) দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চার কলেজছাত্রসহ কমবেশি  ২০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে বাসু কর্মকার নামে এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় ইছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে।

আপরদিকে যশোর -মুরলি সড়কের বকচরে বাস চাপায় ইউসুফ আলী (৫২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি শহরের শংকরপুরের হযরত আলী তালুকদারের ছেলে। এদিন সকাল সাড়ে আটটার দিকে   দুর্ঘটনাটি ঘটে। ইউসুফ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সদস্য।

 

আরো পড়ুন

সর্বশেষ