শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সন্ত্রাসী কাজল অস্ত্রগুলিসহ গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর শহরে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজলকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার বিকালে পুরাতন কসবা কাজীপাড়া মেইন রোডের ইমনের মোটর গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আসামি হলো শহরের পুরাতন কসবা কাজী পাড়া এলাকার মৃত আঃ খালেকের ছেলে ইয়াসিন মোহাম্মদ কাজল।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে শহরের পুরাতন কসবা এলাকার কুখ্যাত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণ মামলার আসামী ইয়াসিন মোহাম্মদ কাজলকে ১টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় পাইয়া গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, ইয়াসিন মোহাম্মদ কাজল সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড ও মানুষ্য হত্যার নিমিত্তে অবৈধ অস্ত্রগুলি হেফাজতে রেখে এলাকায় অবস্থান করতেছিল। অস্ত্রগুলি উদ্ধার সংক্রান্তে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনের মামলা করেন।

আরো পড়ুন

সর্বশেষ