নিজস্ব প্রতিবেদক: গতকাল যশোরের টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন। পরে এক আলোচনা সভায় সভাপতি ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রালয়ের যুগ্ম সচিব মোখলেছুর রহমান আকন্দ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা শিা অফিসার একেএম গোলাম আযম, পুস্তক প্রকাশক সমিতির পরিচালক আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রিন্সিপাল মর্জিনা আক্তার রোজী, যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বই পড়ার প্রতি আগ্রহ বর্তমান সময়ে অনেক কমে গেছে। এটা অত্যন্ত দুঃখ জনক। কারণ দেশকে এগিয়ে নিতে হলে শিা, সংস্কৃতি ও বিজ্ঞানের উন্নতি করতে হলে বই পড়তে হবে, এ ব্যাপারে সকলের ভুমিকা রাখা দরকার।

