ববি কুমার অধিকারী: যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানের সভাপত্বি করেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।
সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এসময় বৃক্ষ পরিদর্শন ও বিক্রয় করা হবে। মেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের ৩০টি স্টল বসেছে। মেলা শেষ হবে ২৬ জুলাই।

