নিজস্ব প্রতিবেদক:
যশোরে জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং শান্তি শৃংখলা বজায় রাখতে সম্পীতি পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সর্বস্তরের জনসাধারণের সাথে নিয়ে এই পদযাত্রা পালন করা হয়। বেলা ১২ টায় কালেকটরেট চত্বরে পদযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
এসময় পুলিশ সুপার মাসুদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান ও ইমরান খানসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদযাত্রাটি কালেকটরেট চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ণূ সড়ক প্রদক্ষিণ করে।

