রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সাংবাদিকদের সাথে ডাক্তার রশিদের নগ্ন আচরণ,নিন্দার ঝড়

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর ডেঙ্গুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে যশোর জেনারেল হাসপাতালে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিকরা। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ সাংবাদিকদের পুলিশের হাতে তুলে দেবার চেষ্টা করেন।  রোববার দুপুরে এঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। এসময় তত্ত্বাবধায়ক একাত্তর টেলিভিশনের ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন।
লাঞ্ছিত ৭১ টিভির যশোর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, ডেঙ্গু রোগি সংক্রান্ত তথ্যের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কে ফোন করলে তিনি সরাসরি তার অফিসে যেতে বলেন। তার অফিসে যাওয়ার পর তিনি ৭১ টিভির ক্যামেরা পারসনকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে রুম থেকে বের হয়ে যেতে বলেন। এসময় তিনি ক্যামেরা পারসনকে ধাক্কা দেন। এরপর কয়েক জন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদের ওপর হামলা চালান। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে
নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় তত্বাবধায় ক্ষুদ্ধ ছিলেন। এঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাংবাদিক ইউনিয়ন যশোরসহ সাংবাদিকদের সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এব্যাপারে  সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আমি শুনেছি হাসপাতালে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সাংবাদিকদের চাহিদা মোতাবেক যতদুর সম্ভব তথ্য দেয়া উচিত।   নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। এধরনের ঘটনা না ঘটাই ভালো। এটা অনাকাঙ্খিত। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না ঘটে সেজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো। বিষয়টি তিনি বিভাগীয় পরিচালককে অবহিত করবেন জানিয়ে তিনি মিলেমিশে কাজ করার জন্যও গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

এদিকে এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বিবৃতিতে বলেছেন পেশাগত দায়িত্বপালনকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তারা অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িত যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের অপসারণ দাবি করেন।
এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু বলেন, রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু সংক্রান্ত একটি রিপোর্টের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে যান প্রেসক্লাব যশোরের সহসভাপতি বিটিভির জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি- সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ও তার ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক কয়েক জন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদের ওপর হামলা চালান। পরে তত্ত্বাবধায়ক একাত্তর টেলিৃিভশনের ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিনকে পুলিশ ডেকে এনে তাদের হাতে তুলে দেয়ার চেষ্টা চালান।
নেতৃবৃন্দ বলেন, একটি সরকারি দপ্তরে একজন সরকারি কর্মকর্তার গণমাধ্যম কর্মীদের সাথে এ ধরনের আচরণ কখনও মেনে নেয়া যায়না। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বাড়িয়ে দিয়েছে।
জেইউজের নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের দ্রুত অপসারণের দাবি জানিয়ে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান। অন্যথায় এর বিরুদ্ধে সাংবাদিকরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিএফইউজে ও জেইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি:যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টুসহ তিনজন সাংবাদিক পেশাগত দায়িত্বপালনকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জেইউজে’র নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি করেন।
এক বিবৃতিতে জেইউজে সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন জানান, রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু সংক্রান্ত একটি রিপোর্টের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে যান যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ ও তার ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশিদ কয়েক জন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদেরকে লাঞ্ছিত করেন। পরে তত্ত্বাবধায়ক একাত্তর টেলিভিশনের ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিনকে পুলিশ ডেকে এনে তাদের হাতে তুলে দেয়ার চেষ্টা চালান।
নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কর্মীদের সাথে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য না। সরকার যেখানে অবাধ তথ্য সরবরাহ করতে চায়, সেখানে তত্ত্বাবধায়ক হারুন-অর-রশিদ সরকারকে গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করাতে চায়।
জেইউজের নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের দ্রুত অপসারণের দাবি জানান। না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
এদিকে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।

আরো পড়ুন

সর্বশেষ