নিজস্ব প্রতিবেদক: যশোরে ৬০ জন গণমাধ্যম কর্মী পেলেন প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক। সোমবার প্রেসকাব ভবনে তাদের মাঝে এই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন এক সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বিএফ ইউজের সদস্য শাহাবুদ্দির আলন, গোীনাথ দাস, জেইউজের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ শফিক সায়ীদ ও নির্বাহী সদস্য জয়ন্ত বসু।

