নিজস্ব প্রতিনিধি: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর বর্ডার গার্ড বাংলাদেশ এর দক্ষিন পশ্চিম রিজিয়ন সদর দপ্তর সংলগ্ন ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগষ্ট) সকালে যশোর দক্ষিন পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের গেটে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন-৪৯ বিজিবি ব্যাটেলিয়নের কর্মকর্তাবৃন্দ সহ সীমান্ত ব্যাংক পিএলসি বেনাপোল শাখা ব্যবস্থাপক জনাব এস,এম রনি ও গদখালী শাখা ব্যবস্থাপক জাফর ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ৪৯ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত ব্যাংক বিজিবি ওয়েলফেয়ার দ্বারা পরিচালিত বাণ্যিজিক একটি ব্যাংক। যশোরে এটিএম বুথ স্থাপনের ফলে আধুনিক ব্যাংকিং সেবা স্থানীয় এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের নাগালে এলো।

