প্রতিনিধি
বিজয়ের সুবর্ণজয়ন্তি উপলক্ষে যশোরে সেনা নিবাসে যথাযোগ্য মর্যার সাথে শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় সেনানিবাসের ওসমানি স্টেডিয়ামে এই পতাকা শফত গ্রহণের আয়োজন করা হয়। যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জি ও সি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং সেনা নিবাসের সকল পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে কন্ঠ মিলিয়ে শফথ বাক্য পাঠ করেন।#

