প্রেসবিজ্ঞপ্তি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার সকালে যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সার্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন। সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে তিনি ধারনাপত্র উপস্থাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার যেহেতু এই পেনশনের আমানতদার, সেহেতু এই টাকা খোয়া যাওয়ার কোন সুযোগ নাই।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুঁঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মো: আসলাম হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো: রমজান আলী, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

