শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে হযরত আয়েশা (রাঃ) জীবন ও কর্মের’ উপর আলোচনা

আরো খবর

প্রেস বিজ্ঞাপ্তি: ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রা)-এর জীবন ও কর্মের’ উপর আলোচনা ও মহিলা সমাবেশ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তপস্বীডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক তাহেরা খাতুন। তিনি বলেন, হযরত আয়েশা (রা) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ একজন মহীয়সী নারী। তিনি নবী করিম (সঃ)-এর নিকট থেকে আহরিত জ্ঞান প্রচারের মাধ্যমে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সমাজে মুসলিম নারীদের জন্য তাঁর জীবন একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক মোঃ ইকরামুল ইসলাম শাওন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: সোলায়মান, মাস্টার ট্রেইনার আশরাফ আলী এবং ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার আশরাফ আলী।

 

সভাপতির বক্তব্যে মোঃ ইকরামুল ইসলাম শাওন বলেন, ইসলাম নারীদের মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। হযরত আয়েশা (রা)-এর জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি জ্ঞানার্জন, নৈতিকতা ও সমাজসেবায় নারীর অংশগ্রহণই প্রকৃত ইসলামী চেতনার বহিঃপ্রকাশ। ইসলামিক ফাউন্ডেশন নারীদের ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং আলেমা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ