নিজস্ব প্রতিবেদক:যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় গুলি-চাকুসহ অন্যান্য যন্ত্র পাতিসহ রাসেল মুন্সি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত সবুর মুন্সির ছেলে।
পুলিশ জানায়,বুধবার সন্ধ্যায় আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বক্সে আনা হয়। পরে তার শপিং ব্যাগ তল্লাশি করে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি,একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
ঘটনা জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করে। ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তার উদ্দেশ্য ও কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

