যশোরে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশর্নাস এসোসিয়েশন বিপিএমপিএ যশোর জেলা শাখার উদ্যোগে ১১৪ হকারের মাঝে মশারি ও পিঠা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলায়তনে এ মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যার সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা.আবু সুফিয়ান শান্তি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান লাভলু, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন।

