শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

আরো খবর

যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে (যশোর সদর উপজেলার) একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। ফেম পরিবহণ নামের এই বাসটি শরীয়তপুর থেকে যশোরের বেনাপোল যাচ্ছিল। বাসটি থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। আটক দুই জন হলেন- রাজবাড়ি জেলার খালখোলা গ্রামের আক্তার হোসেন মন্ডল ও একই জেলার হোগলাডাংগী গ্রামের হোসেন মিজি।

বিজিবি অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই জন বলেছেন যে, সোনার বারগুলো ঢাকা থেকে বিভিন্ন পরিবহণে করে মাওয়া ফেরিঘাটে নিয়ে আসা হয়। পরে মাওয়াঘাট থেকে বেনাপোলগামী ফেম পরিবহণের একটি বাসে করে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল তারা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বিজিবি।

বিডি প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ