শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ২টি স্বর্ণের বারসহ আটক১

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোরে ৪শ ২০গ্রাম ওজনের (০২) টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (৩০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর “মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের” সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার প্যান্টের কোমরে বিশেষ কায়দার লুকায়িত ৪শ ২০গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার ও ব্যবহারিত ১টি মোবাইল জব্দ করা হয়েছে।

আটককৃত আসামি জাহিদ মন্ডল ঢাকা রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের হান্নান মন্ডলের ছেলে।

আটক করা স্বর্ণের বাজারমূল্য ৬১ লক্ষ ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল সীমান্তে হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বার সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিলো।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, স্বর্ণগুলো যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ সহ আসামিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ