শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরো খবর

শহিদ জয়:
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি’র অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমারদে এবং এএসআই মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ৩১ জুলাই রাতে ঝিকরগাছা বাজার মেইন রোডের রাজা পট্টি এলাকায় ভিশন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে অভিযুক্ত মোঃ মহিনুর রহমান (৫৫)কে আটক করে তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা দুটি নীল রঙের পলিথিন ব্যাগ থেকে মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মহিনুর রহমান যশোর জেলার শার্শা থানার গোড়পাড়া (সরদারপাড়া) গ্রামের মৃত শাহজাহান সর্দারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মাদক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার কৃত মাদক কারবারি মহিনুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ