শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৩৫০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ তিনজন আটক

আরো খবর

যশোর
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি অভিযানে সাড়ে তিনশ’ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। ৩০ মে সকালে আলাদা দুইটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফরিদপুরের মধূখালী উপজেলার কারণ্যপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে লিটন শেখ (৩৯), গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মৃত ইসমাইল খলিফার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কলোনী এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাসেল হোসেন (৩৩)।
র‌্যাবের পাঠানো আলাদা দুটি প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাগডাঙ্গা গ্রামের রেলক্রসিংয়ের পাশে অবস্থান করে র‌্যাব সদস্যরা। এসময় পাশেই শহিদুল ব্রিক্স নামক ইট ভাটার সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১৩-৭২৯১) আসে। ওই গাড়িটি থামিয়ে তল্লাশি করে ২৭৫ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০ টাকাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। সাথে সাথে প্রাইভেটকারে থাকা লিটন শেখ ও জহিরুল ইসলামকে আটক করা হয়।
একইদিন সকাল ৯টার দিকে বেনাপোলের দিঘিরপাড়া গ্রামের শামসুর রহমানের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেনকে আটক করা হয়। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ