শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় যশোরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে । কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে কৃষি মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি যশোরের উপপরিচালক কৃষিবিদ ডাঃ সুশান্ত কুমার তরফদার।
যশোর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ অফিসার আবু তালহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ, সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ , সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, ঝুমঝুমপুর অগ্রণী ব্যাংকের ম্যানেজার সঞ্জয় দাস, সহকারী কৃষি অফিসার একরামুল হক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির প্রমূখ।

তিনদিন ব্যাপী কৃষি মেলায় ৩০ টি স্টলে বিভিন্ন ধরণের ফলজ বৃক্ষ গাছ সবজি – ফসল প্রদর্শনী প্লট, উপজেলার উৎপাদিত বিভিন্ন সবজি ও ফল স্থান পেয়েছে। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত ।

আরো পড়ুন

সর্বশেষ