শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপনের লক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন সিভিল সার্জন বিপ্লব কান্তি রায়।

ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেক্রাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সহকারী তথ্য অফিসার এলিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জেলায় এবার ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১২ থেকে ৫৯ বয়সি শিশু ২ লাখ ৩২ হাচার ২৯০ এবং ৬ থেকে ১১ মাস বয়সি ৩৯ হাজার ৯১১ জন শিশু রয়েছে। আগামী ১২ ডিসেম্বর জেলার ৮ উপজেলায় একযোগে ৫ হাজার ৫৫৮ কেন্দ্রে এই ক্যাম্পেইন শুরু হবে।

আরো পড়ুন

সর্বশেষ