বেনাপোল প্রতিনিধি:
ঐতিহ্যবাহি ও সুনামধন্য প্রতিষ্ঠান দক্ষিণ পশ্চিমাঞ্চল রিজিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবি’র রাইজিং ডে উপলক্ষে যশোর বিজিবি হেড কোয়ার্টারে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও মনরম অভিজাত্য পরিবেশে জাতীয় পতাকা উড়িয়ে ও কেক কেটে অনুষ্টানের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। অনুষ্টানে বিভিন্ন পর্যায়ের বিজিবি কর্মকর্তাদের ফুল ও ক্রেষ্ট দিযে সন্মাননা জানানো হয়।
পরে প্রীতি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবির.যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী.বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজিব হাসান সহ কাষ্টম বিজিবি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাসহ যশোর ও বেনাপোল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিজিবি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সোহার্দ ও সম্পৃতির মেল বন্ধন তৈরী হয়। একে অপরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন বিজিবি দেশ জাতির কল্যানে ও সীমান্ত সু রক্ষায়অতন্দ্র প্রহরি হিসাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় গত এক বছরে স্বর্ণ, রৌপ্য, কোকেন, ক্রিস্টাল মেথ আইস, এলএসডি, হেরোইন, সাপের বিষ, ৪২ টি অস্ত্র এবং কষ্টি পাথরসহ পাঁচশত ঊনত্রিশ কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার চারশত আট টাকার পণ্য আটক করতে সক্ষম হয়।

