নিজস্ব প্রতিবেদক: চলন্ত ইজিবাইক থেকে ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট চুরি করার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।
আটক ৪জন হলো, শহতলীর রাজারহাট আবাদ কচুয়া জামরুলতলা গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে হাফিজুল গাজী (৩০), রামনগর এলাকার মৃত আব্বাস মোল্লার ছেলে আজাহার হোসেন (৩৪), শহরের পূর্ব বারান্দী ফুলতলা এলাকার লাল মিয়া ওরফে লালুর ছেলে সুমন (২৭) এবং পূর্ববারান্দীপাড়া কবরস্থান এলাকার শামীম শেখের ছেলে শরীফ শেখ (২৩)।
শহরের চুড়িপট্টির লাল মিয়া স্টোরের মালিক খাব্বার হোসেন জানিয়েছেন, তিনি সিগারেট পাইকারী বিক্রি করে থাকেন। গত ২৭ আগস্ট দোকানের দুই কর্মচারিকে দিয়ে একটি ইজিবাইকে করে কিছু ডার্বি ব্রান্ডেরে সিগারেট নড়াইলের তুলারামপুর বাজারে পাঠান। বেলা ১২টার দিকে চাড়াভিড়া বাজারে চা পান করার জন্য তারা দাড়ান। ইজিবাইক চালক দেখেন পেছন থেকে ইজিবাইকের রেক্সিন কাটা। কে বা কারা ওই রেক্সিন কেটে ৫০ হাজার টাকা মূল্যের এক কার্টুন সিগারেট নিয়ে গেছে। তাৎক্ষনিক ভাবে দুই কর্মচারি তাকে মোবাইল ফোনের মধ্যেমে জানতে পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং আশেপাশের দোকানের সিসি ক্যামেরারা ফুটেজ সংগ্রহ করে দেখতে পান উল্লেখত প্রথম তিন আসামি একটি অটো রিকসায় করে পিছু নিয়ে কৌশলে চলন্ত ইজিবাইক থেকে সিগারেটের কার্টুন নিয়ে পালিয়ে যায়। অপর আসামি শরীফের কাছে ওই সিগারেট বিক্রি করে দেয়।
সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, চুরির ঘটনা মালিক জানতে পেরে কোতয়ালি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ফুটেজ দেখে গত রোববার রাতে আসামিদের বাড়িতে গিয়ে তাদের আটক করে। এবং আসামি শরীফের কাছ থেকে চুরি হওয়া সিগারেটের কিছু উদ্ধার করা হয়। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করলে আসামিরা চুরির কথা স্বীকার করে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
যশোরে ৫০ হাজার টাকার সিগারেট চুরির অভিযোগে আটক ৪

