নিজস্ব প্রতিনিধি:যশোরে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ বয়সি শিশু ২ লাখ ৩২ হাজার ২৯০ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সি ৩৯ হাজার ৯১১ জন শিশু রয়েছে।
মঙ্গলবার সকালে শহরের শিশু হাসপাতালে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় সিভিল সার্জন বিপ্লব কান্তি রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার ৮ উপজেলায় একযোগে ৫ হাজার ৫৫৮ কেন্দ্রে এই ক্যাম্পেইন চলছে।

