শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৮টি স্বর্ণের বারসহ বেনাপোলের দুই পাচারকারী আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে ১ কেজি ৯শ ৭০ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। আটক দু’জনের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা সীমান্তে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা দক্ষিণ গ্রামের ইসমাইল হোসেন ছেলে আবু সাঈদ (২৭) ও একই গ্রামের শাহাজান আলীর ছেলে মহিনুর রহমান।

এ সময় তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত ১ কেজি ৯শ ৭০ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বার আটক ও ৩টি মোবাইল ও ১ টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো ঘীবা সীমান্তে নিয়ে যাচ্ছিল।

আটক করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৪১ লক্ষ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এর দুই দিন আগে ১৩ জুলাই যশোর ৪৯ ব্যাটালিয়ন (বিজিবি)-র সদস্যরা বাঘারপাড়া থানার ধলগাঁ বাসস্ট্যান্ড রাস্তার উপর অভিযান চালিয়ে ১১ টি স্বর্ণের বার সহ তিন যুবককে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার সদরঘাট এলাকা থেকে তারা চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিলো। এছাড়া সীমান্তের কারা এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এবং কি ভাবে ভারতে পাচার হয় তাদের ব্যাপারেও তথ্য নিয়েছে বিজিবি।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক স্বর্ণগুলো যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ সহ দুই আসামি আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ