নিজস্ব প্রতিনিধি: যশোর ঝুমঝুমপুর এলাকা হতে ৫ টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (২৫ জুন) ভোর রাতে তাকে আটক করা হয়। আটককৃত ময়নাল উত্তর সিটি কর্পোরেশন, ঢাকার মিরপুর ০৯, কোর্টবাড়ীর আজগর মোল্লার ছেলে।
বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ০৫(পাঁচ) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।
আটককৃত স্বর্ণের মূল্য ছিয়াশি লক্ষ সাতাত্তর হাজার সাতশত দুই টাকা এবং মোবাইলের মূল্য ত্রিশ হাজার টাকা। আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

