শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর কারা প্রধান ফটকের সামনে থেকে চাকুসহ আটক ১

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে  শুকুর আলী শেখ নামে এক কিশোরকে ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। শুকুর আলী যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া (আমতলা নদীর পাড়) এলাকার ছিদ্দিক শেখ এর ছেলে।
কারাগারের  ডেপুটি জেলার আব্দুর রহিম মন্ডল জানান, ঈদুল ফিতরের দিন ( ২২ এপ্রিল) বিকেলে এক যুবক কারাগারের কম্পাউন্ডের ভিতরে মুল প্রবেশ গেট (আরপি গেট) এর সামনে  আতংক সৃষ্টি করে এবং   কারাগারের সামনে আরপি গেটের লাইট ভাংচুর করছে। এই ঘটনায় শুকুর আলীকে আটক করা হয়। আটকের সময় শুকুর আলী পাকা রাস্তার উপর পড়ে  আহত হয়। পরে  থানা থেকে পুলিশ এসে শুকুর আলীকে হেফাজতে নেওয়ার সময় তার প্যান্টের পকেটে থাকা একটি ধারালো চাকু উদ্ধার করে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দেন। শুকুর আলীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।#

আরো পড়ুন

সর্বশেষ