শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান (৭০) নামে এক কয়েদীর মারা গেছে ।আজ শনিবার সকাল ৮ টায় কারাগার থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর জরুরি বিভাগে কর্তব্যরত  চিকিৎসক ডাঃ রেজোয়ান তাকে মৃত ঘোষণা করে বলেন, হৃদরোগে আক্রান্ত তিনি মারা গেছেন।

মৃত হাবিবুর রহমান মাগুরার শালিখা উপজেলার কোর্টপাড় গ্রামের মৃত গহর আলীর পুত্র। ২০০৩ সালের একটি হত্যা মামলায় ৩০২ ধারায় মৃত্যদন্ডাদেশ প্রাপ্ত  হন তিনি। তার লাশ ময়নাতদন্তের  অপেক্ষায় বর্তমানে হাসপাতালল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের ব্যবস্থা শেষে তার লাশ আত্মীয়-স্বজন কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ