শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু 

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা কয়াদি(৮০৭৫/ এ) আসামি মেজবাহ উদ্দিনের (৫৪)মৃত্যু হয়েছে।
আজ ২০সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু ঘটে। নিহত মেজবাহ উদ্দিন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শাবলা  গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো.সুবাহান বলেন, একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন ২০২৪ সালে ১২ ই ডিসেম্বর  কয়েদি মেজবাহ উদ্দিন। তার হার্ট এবং কিডনি রোগে ভুগছিলেন।
তাকে বিভিন্ন সময় ডাক্তার দেখানো হয়েছে। আজ বিকেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক এই প্রতিবেদককে বলেন, কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্টেররোগী ছিলেন তিনি সে কারণেই তার মৃত্যু হতে পারে।

আরো পড়ুন

সর্বশেষ