শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর খড়কির রিপন হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের খড়কির রিপন হত্যা মামলায় আত্মসমর্পণকারী চার্জশিটভুক্ত আসামি জুয়েল মোড়লকে কারগারে পাঠিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
জুয়েল মোড়ল শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে,২০২৩ সালের ১৬ অক্টোবর সন্ধার পর শহরের মুজিবসড়কের পঙ্গু হাসপাতালের সামনে রিপনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত রিপন খড়কি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা রূপবান বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পুরাতনকসবা ফাঁড়ির ইনচার্জ তৎকালিন রেজাউল করিম।
চার্জশিটভুক্ত আসামি জুলেয় মোড়ল দীর্ঘদিন পলাতক থেকে পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ