শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের খোলাডাঙ্গার প্রতারক ‘জাদুকর’ শাহাবুদ্দিন গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে ৫টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘জাদুকর’ শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন (৫০) ধরা পড়েছে। তিনি যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার মৃত গোলাম কাউসারের ছেলে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত গভীর রাতে চৌগাছা থানার দেবীপুর বাজারসংলগ্ন ‘উই কেয়ার প্রোজেক্ট’-এর আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যশোর ডিবি পুলিশের একদল চৌকষ দল।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই অলক কুমার ও এএসআই শামসুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি দল তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সফল হয়েছেন।

ডিবি পুলিশের দাবি, শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে শ্রমিকের ছদ্মবেশে এলাকায় আত্মগোপনে থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিলেন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ