শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর চৌগাছা সীমান্তে বিজিবি’র হাতে ৯ কেজির অধিক ৮০টি স্বর্ণের বার উদ্ধার

আরো খবর

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি চৌকস দল শনিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় যশোর চৌগাছা উপজেলা সীমান্তবর্তী কাশিপুর-শাহজাদপুর সীমান্তের মৎসমপুর মাঠের মধ্যে থেকে ৯ কেজি ২ শ’ ৮০গ্রাম ওজনের ৮০টি স্বর্নেরবার উদ্ধার করেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিজিবি’র নিয়মিত টহলদল মইন পিলার ৩৮/৮৫-টি হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৎসমপুর মাঠের মধ্যে দুই বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিযে যায়।পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চলে শূন্য লাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনক চলাচলে দৃশ্যমান হলে টহলদল নিশ্চিত হয় তারা কোন অবৈধ কাজের জন্য নিয়োজিত রয়েছে। এমতাবস্থায় ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সীমান্ত অঞ্চলে চিরুনী অভিযান চালানো হলে একটি মরিচ বাগানের ভিতরে মাটির নিচে লুকায়িত অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দ্বারা আবর্তিত চারটি বড় স্বর্ণের বান্ডিল পাওয়া যায় যা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৮,৩৫,২০,০০০/- (আট কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা। পলাতক দুইজন আসামীদ্বয়কে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে বলে জানিয়েছেন। আটককৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা করা হয়েছে।#

আরো পড়ুন

সর্বশেষ