শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর জেনারেল হাসপাতাল:সরকারি কর্মচারীদের পরিচিতি সভা

আরো খবর

ভ্রম্যমান প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স রুমে এই সভায় ,সভায় সভাপতিত্ব করেন ইউনিট শাখার সভাপতি দাউদ আলী। প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হোসাইন সাফায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের ডাঃ আবু হায়দার মোঃ মনিরুজ্জামান ও দন্ত বিভাগের ডাঃ শের আলী।
সভায় তত্ত্বাবধায়ক ডাঃ হোসাইন সাফায়েত বলেন, হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের একসাথে কাজ করে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি ব্যক্তিস্বার্থকে বাদ দিয়ে সম্মিলিতভাবে ভালো ফলাফল উপহার দেওয়ার আহ্বান জানান।
ডাঃ আবু হায়দার মোঃ মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা রোগীদের পরিবারের সদস্য মনে করে সেবা দিতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
অন্যদিকে, ডাঃ শের আলী নতুন কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করাই হবে প্রকৃত দায়িত্ব।
সভায় হাসপাতালের বিভিন্ন শাখার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ