ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই নারী চোরকে আটক করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে করোনারি কেয়ার ইউনিটে এঘটনা ঘটে।
আটক নারী চোররা হলো সদর উপজেলার রুপদিয়া হাই তেল পাম্প এলাকায় বসবাস করে
মহিদুলের স্ত্রী ঝর্না (২৮) ও মন্টুর স্ত্রী জুলেখা (২৩)। ও তাদের স্থানীয় বাড়ি পাবনা জেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে,সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের দলেনগর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী আছিয়া (২৮) রোববার সকাল ১০ টার দিকে ডাক্তার দেখানোর জন্য যশোর জেনারেল হাসপাতালে আসে।
টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে করোনারি কেয়ার ইউনিটের ৬ নম্বর রূমের সামনে ডাক্তার দেখানোর জন্য লাইনের দাঁড়ায়। ওই সময় ঝর্না ভিকটিম আছিয়ার গলা থেকে সোনার চেইন ছিড়ে নেবার সময় ঝর্না হাতে চেন সহ ভিকটিম আছিয়া নিজেই ধরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যকে খবর দিলে তাকে জিজ্ঞাসাবাদে জুলেখা চোরের সহযোগী আছে বলে স্বীকার করেন। এবং পরবর্তী আহনগত ব্যাবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

